মনে পড়ে সেই ছেলেবেলার কথা
যখন ছিল প্রচুর চঞ্চলতা।
তখন আমি দুষ্টু ছিলাম ভারী
একটুতেই শুধু করে দিতাম আড়ি।
খেলার সময় ঝগড়া যদি হত
গুছিয়ে দিতাম নিজের মনের মত।
মারটি খেয়ে বলত আমায় রেগে
আসছি আমি বড় দাদাকে ডেকে।
আমার তখন হিরোর মত ভাব
আমি তখন এই বাংলার নবাব।
চলি শুধু নিজের মনের মত
কোনও কিছুর পরোয়া করি না তো।
আজ সে দিনটা বড়ই মনে করি
মনটা ছিল স্বপ্ন রাজ্যের পরী।
দিন বয়ে যায় স্বপ্ন ভাঙে
জীবনটা আজ ধূসর রঙে রাঙে।
তবুও সেই ছোট্টটিকে খুঁজতে চায়
তাকে কি আর পাওয়া যাবে না, হায়।