কে বলে, তোমায় জান না কিছু
কে বলে, তোমায় শুধু হাঁট নিরাশার পিছু পিছু
তোমার ওই বুকের ভিতর কলিজাখানি
দাও দেখি সকলের সম্মূখে আনি
কর দেখি সজোরে একটা আঘাত
দেখাও দেখি করতে পার কি বাজিমাত
নাকি রহিতে চাও সে অসহায়তার নীরে
নাকি অপেক্ষা করিতে চাও সেই সম্ভাবনার তীরে
মনের সাহস জুগিয়ে একটিবার বল দেখি আমি পারি
আমিও জগতে একটা ছপ রেখে যেতে না ডরি
উন্মুক্ত কর তব মনের আড়ষ্ঠতা
ভাঙ মনের যত নিরবতা
একটিবার হাঁক দিয়ে বল,
হে ধরনী, আসিয়াছি তব ধরাতলে
রহিতে চায় মান মর্যাদা,সাহস,বলে