অচেনা জগত, অচেনা মন
তাই নিয়ে বসে ভাবি সারাক্ষণ
দিন বয়ে যায় রাত্রি আসে
কালো আঁধারের সেই অবকাশে
প্রান পেতে চায় একটুকু আশা
একটু ছোঁয়া, একটু ভালবাসা
চঞ্চল মন ছোটে সারাক্ষণ
আসিবে কখন সেই শুভক্ষণ
তোমাতে আমাতে হব মিলিবারে
মিলিয়া মিশিয়া হব একাকারে
রহিবে না আর কোন দুঃখ-ক্লেশ
রহিবে না কোন বাঁধা অবশেষ
দুজনে মিলিয়া কহিব কথা
ভাঙিব মনের যত নিরবতা
পূর্ন হবে মনের যত আশা
পূর্ন হবে মোদের ভালবাসা