ব্যাস্ত জীবন, ব্যাস্ত প্রান
তার ই মাঝে রয়েছে
একটু ভালবাসা, একটু অভিমান।
কর্মমুখী জীবন পথে
দিন বয়ে যায় কর্মের সাথে।
সকাল হতে সাঁঝের বেলা
বিভোর থাকি কর্মে মেলা।
আলোর শেষে রত্রি নামে
দিন বোয়ে যাই মোর ঝরিয়ে ঘামে।
আবার নতুন সকাল আসে
নতুন কর্মের নিয়ে আভাসে।
কর্ম করি, কর্মের জন্য লড়ি
কর্ম করতে যেনো না ডরি।
কর্ম যাবে কর্ম আসবে
জীবন টা ভাই এমনই ভাসবে।
তাই তো বলি, ওগো ভাইয়া
কর্মে করো না ভয়
কর্ম করো, কর্ম দিয়ে জগত টা করো জয়।