দুঃস্বপ্নের ছায়ার মাঝে,
      হঠাৎ দেখি কালকে রাতে;
    ডাক দিয়ে কেউ বলছে আমায়,
        যেতে হবে তারই সাথে!


        অবাক হয়ে দেখছি আমি,
        পরনে তার পোশাক দামী;
      জিজ্ঞেস করি, নামটি কী তার?
        সে বলে, সে, যম অবতার!


        এবার আমার বলার পালা,
         খুললাম মোর প্রশ্ন ডালা;
     জিজ্ঞেস করি, "এই লকডাউনে
        এসেছো তুমি কোন বাহনে?


         আসার পরের ষ্ট্যাটাস কী?
       কোয়ারান্টাইনে থেকেছো কী?
‌      মুখে তোমার মাস্ক কেন নেই?
       স্যানিটাইজারের বোতল টা কই?


          আমায় তুমি নিতে এসেছো,
          সাবান দিয়ে হাত ধুয়েছো?"
             প্রশ্ন বাণে রেগে আগুন,
           জ্বলছে যেন তেলে বেগুন,


         চেঁচিয়ে বলে, "সাহস কী তোর
          জানিস কী তুই আমার জোর"
          আসলো এবার আমায় তেড়ে,
           আমিও দিলুম একটা ঝেড়ে!


             হঠাৎ শুনি আওয়াজ বড়ো,
           মিসেস বলে, কী ই যে করো!
           বুঝলাম, আমি কোথায় ছিলাম;
            আপনাদেরও জানিয়ে দিলাম!