পাওয়ার মাঝেও হারাবে জেনো,
               হারালেও কিছু পাবে;
       হিসেব লেখার কথা বলো তুমি,
            লেখো তা কোথায় লিখবে!


       কোনটা  পাওয়া, কোনটা হারানো
               সবটা তোমার মনের,
        নিজ হিসেবেই লিখে নাও তুমি,
           খাতা তো তোমার নিজের!


           সকাল থেকে রাত অবধি
             করছো হিসেব বটে;
   ‌‌       এক হিসেবে থাকবে তুমিও,
            সেটাকেও রেখো‌ ঘটে!


         মিটে যাবে সব হিসেব সেদিন,
             মুছে যাবে সব কালি;
         একদিন হঠাৎ বুঝবে তুমিও,
            ‌  সব হিসেবই জালি!