(অহম্ বড়ো) মানুষ হোলো সবার শ্রেষ্ঠ সৃষ্টি,
              ‌   ‌ধিক্কার হয় না মনে?
‌‌            যখন নারীদের হয় লাঞ্ছনা,
             যার সাক্ষী হয় জনে জনে!!


            মানুষ সবার শ্রেষ্ঠ সৃষ্টি,
          অন্যায় কে ন্যায় করাতেই;
               হচ্ছে টাকার বৃষ্টি!
              ধিক্কার হয় না মনে?


       জানার পরেও মৃত রোগীর,
          হয়ে চলে চিকিৎসা;
       শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্ব আজ,
           পরিণত এক লিপ্সা!!


          যে বৃক্ষ দেয় প্রাণবায়ু,
         মানুষ তাকেই করে হত্যা;
            মানুষ তো শ্রেষ্ঠ সবার,
           সে তো সব নিয়মেরই কর্তা!!


          শ্বাস নাও যে বাতাস থেকে,
           তুমি তাকেই করো দূষিত;
            তবু ধিক্কার হয় না মনে?
              এটাই কী তবে শ্রেষ্ঠত্ব !!!
              


           যে জল দেয় তোমায় প্রাণ,
              তুমি তাকেই করো নষ্ট;
           সব অধিকার তোমার আছে,
               তুমি যে সবার শ্রেষ্ঠ!!!


          চরম মুনাফার ব্যবসা যে আজ,
                ধর্ম, শিক্ষা, রাজনীতি;
            সৃষ্টিকর্তাও জানতেন না তার এই,
                 শ্রেষ্ঠ সৃষ্টির পরিণতি।


              জীবনমুখী কবিতা গুলো,
                  সকলের ই মন টানে;
‌‌            প্রশ্ন জাগে, কী ভালো লাগে?
            বর্ণনা,আলোচনা না সমাধানে!!!