সবটা পেলেও মনের মতন,
ছাড়ো কী পাওয়ার আশা!
জানো কী তুমি চাহিদা তোমার,
মনে করো জিজ্ঞাসা।


আছে কিছু মন,দিতে চায় শুধু,
পেতে নাহি চায় কিছু;
আবার এমন মন আছে যে,
চাহিদারই করে পিছু।


না পেলেও যদি চলে যায় দিন,
কী বা তার প্রয়োজন!
ভালোবাসা খোঁজো তাকে ছেড়ে তুমি,
নিঃস্ব সর্বক্ষণ।


খুঁজে পেতে তারে ভালোবাসো আগে,
ভুলে গিয়ে নিজ স্বার্থ!
ভালোবাসা দিয়ে কাছে টানো সবে,
জীবন হবে না ব্যর্থ।


সব পাও যদি ভালোবাসা ছাড়া,
মন রবে না শান্ত!
অশান্ত মন শুধু চেয়ে যায়,
করে সবারে ক্লান্ত।


আধুনিকতার ছোঁয়ায় মানুষ,
ভুলে গেছে ভালোবাসা!
চাহিদার দ্বারাই করছে পূরণ,
অসম্পূর্ণ আশা।


                 ~~~~~~~~~~~~হিরণ্ময়