কবি হতে জেনো চাই নি আমি
কবিতায় আছে যে ছন্দ,
তারেই বড়ো ভালোবাসি বলে
কবিতা লাগে না মন্দ।


ছন্দ অতি মধুর ওগো
ছন্দে যে আছে তান।
বার্তালাপে ছন্দ রেখো
পেতে যোগ্য মান।


ছন্দ এনো দিনচর্যায়
হবে জীবন শৃঙ্খল,
আয় ব্যয়েতে ছন্দ টেনো
দিন হবে স্বচ্ছল।


ছন্দ রেখে মনের ভিতর
মন করো স্থির,
ঘরের ভিতর ছন্দ রেখো
ঘর হবে মন্দির।


প্রকৃতি যখন ছন্দ হারায়
দেখনি কী তার রুপ
প্রলয় ঘটে, ধ্বংস আসে
সংসার হয় চুপ।


তাই তো বলি, বিলম্ব না আর
ছন্দ কে কাছে টানো,
জীবন হবে সুন্দরতর
ছন্দ যদি মানো।।
                   ।~~~~~~~~~~।   হিরণ্ময়