আজকে আমার গন্তব্য
          কবিতার  নাম " মন্তব্য"!
           নেবেন   সহজ   করে,
           লিখেছি  মনের ঘোরে!


       অনেক আছে  ম ন ত ব বো,
          কখনও নিজেই  কাব্য,
           কবিতার ই   ভাবকথা,
             মন্তব্যে রয় গাঁথা।


          কখনও সে আসে পড়ে,
          কখনও থাকে সে গড়ে;
            কখনও বা সে ঝরে,
           মন্তব্যের ই হাত ধরে।


          কখনও সে বুড়ি ছোঁওয়া,
           কখনও হৃদয় ধোওয়া।
            কখনও সঠিক জ্ঞান
            কবিতারে দেয় মান।


           কখনও চায় সে বুঝতে,
            কবির মন কে পড়তে;
            কখনও মিশে কবিতায়,
           ভরে দেয় ভালোবাসায়!


              পড়ে কবিতা অনেকে,
                মন্তব্য ব্যতিরেকে;
             সবাই চায় না জানাতে
            চায় না নিজেকে জড়াতে!


             কবিতা ছন্দে হলেই ছড়া,
               মন্তব্যকারীর  ই গড়া;
              আরও যে অনেক বাকি
               ধৈর্য্য   আছে    নাকি!


               মন্তব্য  এক    উপস্থিতি,
                ভালোবাসা আর প্রীতি;
                সময়ের দেওয়া নেওয়া
               কিছুটা  সবারে  পাওয়া!


                  রেখে ঢেকে ই বলা,
                  সকলের সাথে চলা!
(এই কবিতায়)একমত হলেই মন্তব্য,
                 এটাই  বিশেষ  দ্রষ্টব্য!