উড়ে চলেছে বিহঙ্গের দল,
         ‌    ফিরছে তারা নীড়ে;
         অস্তের পথে আদিত্য রাজ,
            আঁধার আসছে ঘিরে!


        অপেক্ষারত আছে কিছু জীব,
              আঁধার হবার তরে;
        নিশাচর তারা দেখবে আলো,
            নিজের চোখের জোরে!


       দিনের জীবেরা দিনেই ঘোরে,
            রাতের জীবেরা রাতে;
        মানুষ সবের আলাদা জেনো,
           ঘোরে তারা দিনে রাতে!


       পশু, পাখি আর যে জীবই বলো,
             খায় না, মিটলে খিদে;
         মানুষই আছে এমন এক জীব,
              যার মেটেনা খিদে!


           পেটের খিদে, মনের খিদে,
                 অনেক খিদে তার;
            যে যার মতো মেটায় খিদে,
                 পৃথিবীটা ছারখার!


            গ্রাম বলো আর শহর বলো,
                 জঙ্গল গেছে উড়ে;
            সভ্য মানুষের মনগুলোতেই
                 জঙ্গলে গেছে ভরে !


              হিংস্র সব পশুগুলো থাকে,
                    ওই জঙ্গল ভিড়ে;
              অস্তের পথে সমাজটা আজ,
                  আঁধার আসছে ঘিরে!