তুমি গানের ভাষাই বুঝবে বলে
          এ গান আমি গাইবো প্রিয়,
          নিজের মনেই সুর বেঁধেছি
         প্রাণ খুলে তায় গাইতে দিও!


           লুকিয়ে থাকা সব বেদনা
          এ মন এবার খুলবে গানে,
         চাইবো সে গান তোমায় ছুঁয়ে
          ফিরুক আবার আমার প্রাণে!


           থাকবে তুমি তোমার মতো
           রইবো মনে তোমার সাথে,
            গান হয়ে তুমি রইবে বাঁধা
             বাজবে মনে দিনে রাতে!


            সত্যি যদি পেতেম তোমায়
           জীবন যে মোর ভরতো গানে,
           সৌভাগ্য সে হয়নি তো মোর
             আজ তুমি যে অন্য টানে!


          হয়তো তোমার নেই মনে আজ
            পুরানো সেই দিনের কথা,
           থাক তবে সব আমার মনেই,
            সুর দিয়ে সব রইবে গাঁথা!