দিনটি যে আজ ডাক্তার দিবস,
        শ্রদ্ধা জানাই কবিতা দিয়ে;
      থাকেন তাঁরা সকল জীবের,
         বাঁচা মরার প্রশ্ন নিয়ে!


     থাকলে প্রাণ, থাকবে যে রোগ,
        নতুন কিছুই নেই তো এতে;
     রোগ নিয়ে যে যায় না বাঁচা,
        সন্দেহ টি নেই গো তাতে!


       কঠিন কঠিন রোগ গুলিতে,
          বাঁচা মরার প্রশ্ন যখন;
        দিন রাত সব এক করে যে;
        তাঁরাই মোদের বাঁচায় তখন!


      শরীরের সব কষ্টে  দেখি,
        তাঁরাই মোদের রয় যে পাশে;
      ভরসা হয়ে, বন্ধু হয়ে,
        প্রাণ ফিরায়ে দেয় যে হেসে!


     ডাক্তার হলেও মানুষ তাঁরা,
        বুঝতে হবে শ্রদ্ধা ভরে;
     ভুল, ভ্রান্তি তাদের ও হয়,
        ক্লান্ত তাঁরাও হতে পারে!


     বিভীষিকাময় "করোনা" জ্বালায়,
        আমরা যখন ঘরে বসে;
     নিজ প্রাণকে তুচ্ছ করে,
          তাঁরাই করেন যুদ্ধ কষে!


     উপেক্ষা করে নিজ পরিবার,
        রোগীর রোগ ই লক্ষ্য যাদের;
     আসুন মোরা এই দিনে তে,
        বিশেষ শ্রদ্ধা জানাই তাদের!