বলতে পারো প্রিয়ে, তোমার মনের কথাগুলো,
মিষ্টি মোদের দিনগুলি সেই, নষ্ট কেন হোলো?
সেদিনের যে সুরটি মোদের ভালোবাসার ছিলো;
কালের সাথে সে সুর কেন বেসুরো হয়ে গেলো?


একদিন যে বাক্যালাপ, ছিলো আবেগ ভরা;
শ্রদ্ধা নেই শব্দে যে আজ, স্বরটি থাকে চড়া!
কষ্ট পাই মনে, যখন চুপটি বসে ভাবি,
চেষ্টা করি খুঁজে পেতে সেই পুরানো দিনের চাবি।


দীর্ঘ এই জীবনকালের হয়তো অনেকটাই,
মনের মতন পাওনি তুমি, যেমন তোমার চাই।
দুঃখ পাওয়ার ক্ষণগুলি প্রিয়ে, করো যদি সঞ্চয়;
বাকী জীবন কষ্ট পাবে, আনন্দ তো নয়!


তাই তো বলি,এসো আজ ভুলি,একে অন্যের ভুল,
চাও কী তুমি, হই আজ আমি তোমার চক্ষুশূল!
সবার জন্য বাঁচবো আর পাবো সকলের ভালোবাসা
দুজনে মিলে করবো পূরণ সকল মনের আশা!


কথাগুলি মোর সহজ মনের, সহজভাবেই নিও,
তোমায় ভালো দেখতে যে চাই,এটাই জেনো প্রিয়!
পুরানো দিনের মধুরক্ষণের স্মৃতিচারণ করে,
কষ্ট পাওয়া মনটাকে দাও আনন্দেতে ভরে!


আনন্দ মনের শব্দ গুলি , শুনতে ভালো লাগে,
খূশীতে যায় মনটা ভরে আনন্দে, আবেগে।
অনায়াসে থাকলে তোমায়, বড়ই লাগে ভালো,
সুন্দর সেই দিনগুলিকে ফিরিয়ে আনি চলো!!!