ফুলগুলো সব করছে মীটিং
            পুরো বাগান জুড়ে,
          পাহারাতে  মৌমাছিরা
             দেখছে ঘুরে ঘুরে!


        মৌমাছির ঐ গুঞ্জনে যে
            নতুন গানের সুর,
       হয়তো ওদের কষ্ট ছিলো
            হবে এবার দূর!


      কুঁড়ি, ফোটা ফুলগুলো সব
            নিচ্ছে লোকে তুলে,
      ফুলের যতই হোক না ব্যাথা
           দেখছে না কেউ ভুলে!


       মৌমাছিরাও  ভেবেছিলো
            ফুলের মধু খাবে,
       না পেয়ে ফুল,খালি পেটেই
             বাড়ি ফিরে যাবে!


       এইভাবে কী চলতে পারে
        তাই তো আজ এই সভা,
       শুরু হোলো আজকে ওদের
             নতুন করে ভাবা!


       মৌমাছি আর ফুলেদের
           আজ  যৌথ প্রচেষ্টায়,
       সভা ওদের কাজের হোলো
           বেরুলো এক উপায়!


      মৌমাছিরা এদিক ওদিক
             থাকবে লুকিয়ে,
      ফুল তুলতে দেখলে দেবে
              হুলটা ফুটিয়ে!


        এইভাবে যে থাকবে ওরা
             সবাই মজা তে,
       মানুষগুলো বড্ড জ্বালায়
             জব্দ সাজা তে!