ভাবছি আমি একলা বসে,
         থাকবো এবার এমন দেশে;
      যেইখানেতে থাকবে না আর,
         হিংসাগুলো ছদ্মবেশে!


      যেই দেশেতে সবার মনে,
         থাকবে অপার ভালোবাসা;
       মনের কথাই বলবে মুখে,
          মুখের ভাষায় রইবে আশা!


      মিথ্যাগুলো যেই দেশেতে,
         থাকবে চাপা সাগরতলে;
         ভ্রষ্টাচারী ঠাঁই পাবে না,
      হাসবে জীবন প্রেমের বলে!


      সুখ দুঃখের সব ক্ষণেতেই,
         সবাই সবার বন্ধু হবে;
       বুঝবে সবাই সবার ভাষা,
      প্রেমের ভাষাই কইবে সবে!


      থাকবে কী আর সেই শহরে,
        রাজনীতির ঐ দানবগুলো,
        জন্ম ওদের যেখান থেকে;
      তারাই তো সব বদলে গেলো!


          হঠাৎ আসে প্রশ্ন মনে,
       পাবো কী আর দেশটি এমন;
        না পেলে তো গড়তে হবেই
         তবেই হবে স্বপ্ন পূরণ!!!