পিঁপড়ে গুলো চলছে দেখি
                   সারিবদ্ধ হয়ে,
          চলছে তারা আপন মনে,
             উঠছে দেওয়াল বেয়ে!


          সবাই কতো বাধ্য ওরা,
            এক সারিতেই চলে;
        একে অপরের কানে যে ওরা,
           কিছু তো একটা বলে!


         ভাবছি এমন কী বা কথা,
              কী বা বলতে চায়!
          নিঃশব্দে কান পেতে রই,
            যদি কিছু শোনা যায়!


         চেষ্টা বৃথা শোনার ওদের
              কান দিয়ে কি হয়!
        নিঃশব্দের ঐ কথাগুলো শুধু
            অনুভবে ই বোঝা যায়।


             কথা বলে প্রকৃতিও
             হয় কী তাতে শব্দ!
           যেদিন ওরা শব্দ করে
             আমরা যে রই স্তব্ধ!


‌       শব্দের কথা কান টি শোনে,
          হৃদয় শোনে নিঃশব্দের;
        কান, হৃদয়ের যুগলবন্দীই
          শোনে,বোঝে সকলের!