এমন করে ভালোবাসো যে
      সে ভালোবাসা এক নেশা হয়ে যায়
       এমন করে মিশে যাও সাথে যে
      ছেড়ে যেতে তারে বুক ফেটে যায়!


         এমন করে প্রবেশো প্রাণে যে,
       সে প্রাণে তুমি প্রাণবায়ু রও;
         প্রাণবায়ু হয়ে মিশে গিয়ে মনে
         সে মনে তুমি সহচরী হও!


          প্রেরণা হয়ে সেই জীবনের,
         নিয়ে চলো তারে সুদূর পথে
          বন্ধু হয়ে ছুঁয়ে থেকে তারে
         রবির কিরণ দেখাও প্রাতে!


          নিশীথে তুমি চন্দ্রিমা হয়ে,
         শীতল আলো ছোঁয়াও প্রাণে;
            রজনীগন্ধার গন্ধ হয়ে,
          শ্বাস ভরে দাও সুবাস ঘ্রানে!


         জীবন ছন্দে,শ্বাসের ও গন্ধে,
         স্বপনে, খেয়ালে রইবে তুমি;
        একটি ছবিই বুকে নিয়ে তারে
         ছেড়ে যেতে দিও এ পূণ্যভুমি!!!