টাকায় ওঠে না সূর্য কখনও,
                 টাকাতে পড়েনা বৃষ্টি;
           টাকায় ডাকে না মেঘ ও কখনো,
                 টাকায় সবারই দৃষ্টি!


           টাকা দিয়ে বৃক্ষ করলেও রোপণ
                  বৃক্ষে ফলে না টাকা;
            টাকায় ফুল না ফুটলেও জেনো,
             ‌    টাকাতে পৃথিবী ঢাকা!


              টাকায় তৈরী প্রাসাদ কখনও,
                দেয় না ঘরের ছোঁওয়া;
             টাকায় পায় না ভালোবাসা তবু,
                 টাকাকেই  খুঁজে যাওয়া!


             টাকায় পাবে না শান্তির ঘুম,
                  পেলেও সুখ পালঙ্ক;
             পাবে না টাকায় শান্তির খোঁজ,
                  হোক না বিরাট অঙ্ক!


              শিক্ষিত হবে না টাকায় তুমি,
                  পেতে পারো শুধু শিক্ষা;
                টাকায় হয় না তৈরী চরিত্র,
                    চরিত্রের হয় পরীক্ষা!


                  মূল্য আছে টাকার বলে,
                     ‌ টাকাই জীবন নয়;
               টাকাকে মূল্য বুঝে শুনে দিলে,
                      জীবন সহজ হয়!