ঈশ্বর থাকে না মন্দিরে
      আর আল্লাহ না রয় মসজিদে,
    ঈশা মসীহ গীর্জায় নয়
      সবই যে রয়, মন ঘিরে।


     নামগুলি সব ভিন্ন বলেই
     অনেক প্রকার ধর্ম রয়,
     জন্ম সবার এই ধরাতেই,
      মুক্তি শুধুই কর্মে হয়।


     স্বর্গ না রয় আকাশপানে
     রয় সে মনের কল্পনায়,
     স্বর্গসুখই চায় যে সবাই,
      জীবনান্তেও স্বর্গ চায়।


      স্বর্গসুখও আর কিছু নয়
       অলীক সুখের কল্পনা,
     জীবন টা কে দাও বিলিয়ে
         স্বর্গসুখের আলপনা।


     নরক বলেও হয় না কিছুই
      মনের ঘৃণার প্রকাশ পায়,
        সমাজে যা ঘৃণ্য সবই
        নারকীয়ই ব্যাখ্যা পায়।


          স্বর্গ,নরক দুই প্রান্তই
          এই  ধরাতে বর্তমান,
         নারকীয় হয় কর্মে সমাজ,
          কর্মেই হয় স্বর্গোদ্যান।