জীবনটারেই দর্শন করি,আর,
তারে নিয়ে লিখি কবিতা;
জীবন থেকেই উঠে আসে মোর,
কবিতা'র মুগ্ধতা!
ছন্দ ছাড়া কবিতাকে মোর,
বড়োই শূন্য লাগে;
কবিতাগুলি তাই তো আমার,
ছন্দে বাঁধি আগে!
জীবনটাতেও খুঁজে যাই আমি,
কবিতা স্বরুপ ছন্দ;
না পেলে আরও খুঁজি তাকে আমি,
পাওয়ায় অপার আনন্দ!
অসংলগ্ন ঘটে যা কিছু,
ভাঙ্গে যে ছন্দ টাকে!
ধৈর্য্য ও বিশ্লেষণ দিয়ে,
ছন্দে ফিরাই তাকে!
সমস্যা তো থাকবে জীবনে,
ওরা জীবনের উপাদান;
পুরাতন আর নতুনে মিলিয়ে,
খুঁজে পাই সমাধান!