কন্যা হয়ে জন্ম নিয়ে "মা"
        কনে হয়ে গেলি চলে,
     আজ যে বড়োই একলা আমি
    তোকে আজও ভাবি ছোট বলে।


      অবাক করা ছোটবেলা তোর
           যতোই ভাবি মনে,
     স্মৃতিমালা করে গেঁথে নিয়ে তারে
          রেখেছি শিউলি বনে।


       শিউলি ফুলের মাতাল গন্ধে
           ভরে যায় স্মৃতি মালা,
       সেই গন্ধেই ভরে যাবে মন
           মিটবে বুকের জ্বালা।


      পিতা হয়ে কতো করেছি শাসন
          কেঁদেছো অনেক তুমি,
      আজ মনে করে সেই কথাগুলো
           কাঁদছি এখন আমি।


       বুকটা যে আজ মরুভূমি সম,
          আমি যে জলের খোঁজে,
       তাই তো আজ এই অশ্রুধারা,
            মন মরুর ই মাঝে।


        সারাটা জীবন সুখে থেকো "মা"
             জীবনের প্রতি ক্ষনে,
        সব বকাবকি ভুলে যেও মা গো
             রেখো মা আমায় মনে!!!


                                 "পিতা"
                    
       ‌
     ‌