সম্পর্ক অভিমানী বড়ো,
অবজ্ঞা কোরো না তারে;
ভেবো না সে অটুট রবেই,
শত অবহেলার পরে।


সম্পর্কের যতন কোরো,
শ্রদ্ধা কোরো তারে;
বিশ্বাস ভরা সময় দিলে,
শক্তি তার ও বাড়ে।


সম্পর্কের প্রকার অনেক,
ভিন্ন তার পরিনতি!
তুমিই তারে পুষ্ট করো,
তুমিই করো ক্ষতি।


সম্পর্ক অঙ্ক না বোঝে,
মস্তকে না চায় স্থান;
হৃদয় জুড়েই থাকতে সে চায়,
জুড়ে থাকে আর প্রাণ।


সম্পর্ক জীবনে যে এক,
বটবৃক্ষের মতো;
সদাই সেথা পাবে আশ্রয়,
মন রবে অক্ষত।


সুন্দর কোনো সম্পর্ক,
ভেঙে দিতে যে চায়;
শত্রু সে যে চিহ্নিত জেনো,
বন্ধু কদাপি নয়।


এই হিসেবেই বন্ধু তুমি,
শত্রুকে চিনে নাও;
বিবেচনা দিয়ে বিশ্বাস করে,
বন্ধুকে কাছে পাও।


                 ~~~~~~~~~~~~হিরণ্ময়