সংসার কখনো স্বপ্নপূরী,
          কখনো বা দুঃস্বপ্ন;
     গড়ছো কেমন,ভাবছো কেমন,
         ‌‌ সেটাই বড়ো প্রশ্ন!


      আনন্দ থাকে, দুঃখ থাকে,
        থাকে আর ভালোবাসা ;
      হাসিও থাকে,কান্নাও থাকে,
         থাকে যে গভীর আশা!


   রোজ সকালে খোলা চোখে থাকে,
            নতুন দিনের স্বপ্ন;
    দিন বয়ে যায় মেলাতে হিসেব,
   ‌‌       রাতে রয়ে যায় প্রশ্ন!


     তুমিও তো আছো সংসার মাঝে,
  ‌‌       মিশে গেছো তারই টানে;
     ভালোবাসা দিয়ে রেখেছো ধরে,
          সকলে তোমার প্রাণে !


     কিছু ভালোবাসা ফিরে পাবে তুমি,
            কিছুটা রইবে খাতায়;
      সংসারে চলে না অঙ্কের হিসেব,
          রেখো তা মনের পাতায়!