অতীতের কিছু বিশেষ স্মৃতি,
ফিরে পেতে যদি চাই;
কে যেন বলে ,"অতীত আমি",
ফেরার উপায় নাই।


সে মোরে বলে, ছিলেম আমি,
তোমার কাছের হয়ে;
তুমিই মোরে করেছ "অতীত",
নতুনের ছোঁওয়া পেয়ে।


তুমিই মোরে করেছ ভিন্ন,
দাওনি যে মোরে স্থান;
নচেৎ আমি "অতীত" নয় গো,
হতেম বর্তমান।


আমি সময়ের সাথে চলি,
আপনার ব্যাথা ভুলি;
নিঃশব্দে দিয়েছি আমার,
আশার জলাঞ্জলি।


আবেগপ্রবণ হয়ে আজ তুমি,
ফিরে পেতে চাও মোরে;
আমি তো "অতীত",কী বা প্রয়োজন,
ভুলে যাও চিরতরে।


বকা খেয়ে আমি, চুপ হয়ে যাই,
ফিরে পাই ‌মোর চেতনা;
হঠাৎ শুনি,কে যেন বলে,
"এর থেকে বেশি ভেবো না"।


    ‌        ~~~~~~~~~~~~হিরণ্ময়