কথা তো শুধু শব্দ নয়,
          কথার অসীম শক্তি;
       কথাই আনে আঘাত মনে,
          আবার আনে ভক্তি!


      কথাই আনে সবায় কাছে,
          কথায় টানে দূরত্ব;
      কথার অনেক মূল্য জেনো,
          শ্রদ্ধায় কোরো ব্যক্ত!


      বলার আগে কথাগুলি সদা,
      শ্রোতা হয়ে বিচার কোরো;
      অক্ষত যদি রয়ে যায় মন,
          তবেই ব্যক্ত করো!


       কথার তীরে বিদ্ধ হৃদয়ে,
            রক্ত যখন ঝরে;
     ফিরিয়ে নিলেও কথাগুলি তার
          ক্ষত যে যায় না ভরে!


      জেনো সবার বহির্প্রকাশ,
          কথার দ্বারা ই হয়;
     কথাই বোঝায় মনের বিচার,
         ‌ কথায় রেখো লয়!


       কথায় জেতো তর্ক তুমি,
          রেখে কথায় যুক্তি;
     সবার উপরে বুদ্ধি কে রেখো
        ‌ সে যে কথার ই শক্তি!


     বদলে গেছে সময় যে আজ,
       লোকে কথাই বিচার করে;
     মনটারে কেউ বিচারে না আজ,
          কথাটাই আগে ধরে!


       বুদ্ধি জেনো সবার উপর,
          বলা, শোনা দুই ই;
       ছদ্মবেশী কথাগুলিকেও
          ধরে যে দেবে সে ই!


     ক্রোধে কথার হয় গো বিকার,
          জ্ঞানে হয় যে পুষ্টি;
     স্বরটি কে রেখো মার্জিত সদা;
    ‌      পাবে গো আত্মতুষ্টি!


      ‌    শব্দচয়ন যেও না ভুলে,
           বাড়বে তোমার শত্রু;
        কথাতে রাখো হৃদয়, মস্তক
            কথায় বাড়াও মিত্র!!