সময় কী আর থমকে থাকে
            কারুর পানে চেয়ে!
      কোনোদিকেই দেখবে না সে,
            চলবে  দ্রুত পায়ে!


          নতুন দিন, নতুন বছর,
            সব ই যে তার দান;
        তাইতো তাকে ছুটতে হবে,
            রাখতে যে তার মান!


          সময় নিজের মূল্য বোঝে,
             বোঝে সে তার লক্ষ্য;
          নিখুঁত করে বুঝতে তাকে,
              দেখবে তিথি,পক্ষ!


            সবার জন্য সময় একই,
             নেই কো সেথায় ভেদ;
          কেউ করে তার সদুপযোগ,
              কেউ বা করে ছেদ!


            এসেছি এ ধরায় মোরা,
                সময় সাক্ষী করে;
            মূল্য যদি না বোঝো তবে,
                  মূল্য দেবে ধরে!


ইচ্ছা:::
   আমি যদি আজ সময় হতেম,
   পড়ার আগেই কুড়িয়ে নিতেম;
   নষ্ট সময়গুলো;
   বিলিয়ে দিতেম তাদের মাঝে,
   যারা আমার মূল্য বোঝে,
   মিষ্টি করে বলতেম ওদের,
   আমার সাথেই চলো!!!


~~~~~~~~~~~~~~~~~হিরণ্ময়