ঝমঝমিয়ে নেমেছি আমি,
ধরা কে করাবো স্নান;
আজকে মাটির মেটাবো তৃষ্ণা,
হবো যে পূণ্যবান।


        চক্ষু মেলিয়া দেখো হে বন্ধু,
         এসেছি তোমার ই টানে;
         চিত্ত করিব শান্ত তোমার,
         চেয়ে থাকো মোর পানে।


       আমি সবুজের হবো সাক্ষী,
          হাওয়া কে করিব সিক্ত;
       তপ্ত ধরাকে করিয়া শীতল,
           তোমারে করিব তৃপ্ত।


   সাদা, কালো মেঘ যতনে আমায়
            বুকে তার ধরে রাখে;
     আলগা করে ছেড়ে ‌দেয় মোরে,
             তপ্ত ধরার ডাকে।


        আমি নৃত্য করিব, করিব রঙ্গ,
           ধরণী তোমার বুকে;
        ভালোবেসে মোরে টেনে নাও কাছে,
           থাকিব সেথায় সুখে।


         ব্যস কিছুকাল, ফিরিব‌ আবার,
              জলকণা হয়ে বাতাসে;
         নতুন করে দল বেঁধে মোরা
         ফিরে যাব সেই আকাশে।


            আকাশ থেকেই এসেছি আমি,
               নামটি আমার 'বৃষ্টি'
            প্রকৃতির সাথে থাকি গো সদাই,
                আমি যে তাহার ই সৃষ্টি।


‌~~~~~~~~~~~~~~~~হিরণ্ময়