এখন আর বাচ্চাগুলোর,
          ছোটোবেলাই নেই;
      ছোটোর থেকেই বড়োর মতো,
          থাকছে ঘরেতেই।


      মাঠ পায় না খেলতে ওরা,
          বদ্ধ থাকে ঘরে;
      মোবাইল আর কম্পিউটারের
          খেলায় মন ভরে।


      এপার থেকে ওপার অবধি,
          দৌড়ে যাওয়ার কথা;
      ভাবলেও যে হয় গো তাদের,
          দুই পায়েতে ব্যাথা।


      বন বাদাড়ে যায় না ওরা,
         ‌চড়বে কী আর গাছে;
      আম,জাম আর পেয়ারা গুলো,
          হাঁ করে চেয়ে আছে।


      কানামাছি,খো-খো আর,
          পাতাহুঁস খেলা;
      সব যে এখন  রইছে মনে,
          হয়ে স্মৃতির মালা।


      হাইজাম্প আর লংজাম্প,
          না কবাডি, ডাংগুলি;
      ভলিবল আর ফুটবল সব,
          বেমালুম যাই ভুলি।


      পয়সা আছে কোন খেলাতে,
          সেটাই এখন বড়ো;
      ক্রিকেট কোচিং এই ভর্তি করো,
          সেটার জন্যই লড়ো।


      এমন কিছু শেখাও ওদের,
          টিভি তে দ্যাখা যায়;
      (ব্যস), সেলিব্রেটির অভিভাবক,
          আর কে মোদের পায়!!


      হাত,পা ছুঁড়ে সাঁতার দিতে,
          পুকুর কোথায় পাই;
      ফ্যাশন ও তো করতে হবে,
          সুইমিং পুল ই চাই।


      সবার সন্তানই সেরা হবে,
          সবাই এটাই চায়;
      বাবা, মায়ের স্বপ্ন পূরণ,
          বাচ্চাদের ই দায়।


      সিলেবাসের বোঝাও এখন,
          এমন ভয়ঙ্কর;
      পুরানো সেই ছোটবেলা,
          এখন স্বপ্নগড়!


      ‌ছোট্ট একটি প্রশ্ন মনে,
         কে হবে যে দায়ী?
      অভিভাবক, শিক্ষাপদ্ধতি, না
         আধুনিকতার 'খাই'!!!