আমার শৈশবের এক বন্ধু সর্বদাই‌ ভাবে তার জীবনের সব কিছু বন্ধ হয়ে গেছে, এক হতাশা তার মনে। কারণ তার শরীরের সব জয়েন্ট গুলো তেই ব্যাথা সব রকম চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। তাকেই একটু আনন্দে রাখতে লিখেছি এই কবিতাটি।


      স্বপ্নে আসবো আজ
        খোল মন দরজা,
      হাতুড়ি টা রেখে দিস
        খুলে দেবো কব্জা।


      সকালে দেখবি উঠে,
         হাতে পায়ে ব্যাথা নেই
        কোন গানে নাচবি
           ভাবছিস সেটা তুই।


       সকলে দেখবে চেয়ে
           খুকুমণি নাচছে,
       ভিডিও তুলছে কেউ
          কেউ শুধু হাসছে।


       ফেইসবুকে ভিডিও টা
          হয়ে গেলো ভাইরাল,
         ভাবলে এমন করে,
         খুশী হবি আজকাল।


      ‌   মনটা রইলে খুশী,
            শরীর টা ভালো রয়,
         জীবনের কিছু ব্যাথা
            জয় করে নিতে হয়।


           মনটারে খোলা রাখ,
              খুটো গেড়ে দিস না,
           মাঝে ‌মাঝে উড়বার
              স্বপ্ন ছাড়িস না।


        কথা সব শেষ হোলো
            জানাই বিদায় আজ
          কবিতা টা লিখলাম
            ফেলে দিয়ে সব কাজ।


        উপায় টা ভালো কিনা
            খোলা মনে বলবি
           শুনবি সবার কথা,
            নিজ মনে চলবি।