এই নাও হৃদয়।
জীবনের সমগ্র সঞ্চয়,
রয়েছে প্রাণের অনুষঙ্গ,
অপরূপ অন্তরীক্ষ।
নাও প্রলয়। দীপ্ত রঙ্গশালা।
বিহঙ্গ শৃঙ্গার
অঞ্জলি প্রেতে বরণ করো
কবিতার আধার।


আগলে নাও
স্বপ্ন কুঞ্জ, মঞ্জরি পতিত পথ
প্রাণপণ প্রতিজ্ঞায়..
নিজের করে নাও মৃত্যুঞ্জয়ী শপথ।


নাও ফুল, নদী, জল..
নিদ্রাভঙ্গ অতল
জোয়ারের তরঙ্গ।
নাও স্পর্ধিত ঠোঁট,  রক্তিম সূর্য
বীর্যবান হ্রাষা ধ্বনি!...


এসো-
বিষণ্ণ রাত ছেড়ে সুবাসিত সকালে
কুয়াশার বগলে
স্নায়ু  উত্তাপে স্ফুটিত সুধামনি।


জড়তার শীত ছেড়ে  
নাও তেজ্বদিপ্ত রোদ্দুর, মৃদু হাওয়া।
নাও সুখ সুরা, বুলবুলির গান
নাও  চাঁদ,
উন্মাদ প্রেমে
লুফে নাও সমুদ্দুর.. নোনা উষ্ণতার স্বাদ।