ধোঁকা,
জিইয়ে থাকে শঙ্কা আর আশঙ্কায় । প্রতি নিয়ত!
আমরা প্রতিদিন বাঁচি- নিজেকে ধোঁকা দিতে দিতে...
অন্যকে বোকা ভেবে। বিশ্বাস করে। অবিশ্বাস করে। ঘৃণা করে। ভালবেসে।
আশ্বাসে- উল্লাসে। রাগে- অনুরাগে।
সবিই বুঝি-
খোঁজার ভান করে ঘুরি হন্য হয়ে। নগরে- বন্দরে। গ্রামে- শহরে। পথে প্রান্তরে।
অলিতে -গলিতে। রাতে- বিরাতে। ধ্যানে- জ্ঞানে। ক্ষুধায় –দ্বিধায়। হাসি- কান্নায়...
ঘাপটি মেরে থাকে- ধোঁকা!...
ধোঁকা মানে বোঝাপড়া। সম্মতি-অসম্মতি। নীরব গমন অথবা প্রস্থান...
ধোঁকা!
বালখিল্য হাসিটি ঠিকই জানে। জানে গোপনে অশ্রু পতন! আর  উজানের ঢল
নদী শতদ্রু...
জানে, আকণ্ঠ  মদিরা পান। ভাঙ্গা চাঁদ। হাই ভলিউমের গান।
এই যে কবিতা, ক্লেদাক্ত আত্মাকে কোন ভাবে ঢেকে রাখা।  ...
অসীমা গুপ্ত দহন চেপে রাখা ক্রান্তি লগন।
ধোঁকা,
আকুলিবিকুলি প্রাণে বৃষ্টি মাখা ধূসর বন। সবুজ সদনে রক্তের শাপমোচন!
আর, মন বোঝানো ঘুমিয়ে থাকা!
অতল আঁধার হাতড়ে হাতড়ে ঝিমিয়ে পড়া স্বপ্নকে পুনর্বার দেখার বেহায়াপনা !
এইযে-
হাসছি। জবাব দিচ্ছি। কথার পিঠে কথা গাঁথছি, মাথা দোলাচ্ছি।
ভাব- ভাবনা , স্থির- অস্থির...
এই যে ব্যস্ততা
মুখরতা
সাজ, পোশাক-
এই সবিই নিজেকে ঢেকে রাখা। আগলে রাখা। দিনে দিনে প্রখর হয়ে উঠে মুখের বলিরেখা,
কুজে পড়া কেশরুকা, থুতনির থলে...
আসলে-
মেকআপের ধোঁকা না থাকলে কত রাত ভোর হতো অস্পর্শী মর্ম অনলে!
যেমন- দস্যি মৌমাছির হুলে বিষের কাহিনী- চেপে রাখে মধুর গুণে...