না , না
দূর! ও’ভাবে না
গ্রাসে- গহ্বরে
তন্দুরি রুটির মত সেঁটে দাও দগ্ধ স্তন!

কি যে করো
দূর সরো…
আরো খানিক উপরে উঠো, কৈলাসের মতন… মেঘের কর্ষণ
ওখানে সরু নদী
জল
উষ্ণ কাশবন…
ধীর লয়ে – ফিসফিস, কথোপকথন
শুনছো না?
তবে- খুলে ফেল শ্রাবণ জট
মন্থনে মন্থনে তীব্র হোক অণিমা সুখ, বোধের কুহক
তন্দুরি… রসনা