তেমন কোন সংবাদ নয়। সারলতার সুবাদে সুবিধা বাদীরা মত্ত হয়েছে হরির লুঠে। অবাধে
দখল করছে সংরক্ষিত বাগান, সবুজ মাঠ, প্রবহমান নদী। আমি শুধু তাদের দিকে চেয়ে হাসলাম।
খানিক বিদ্রূপে, খানিক করুণায়!…
যে ভঙ্গিমায় ওরা গ্রাস তুলে নেয়। যে স্বরে চিৎকার করে, যে পথে রোজ বাড়ি ফেরে।
যে মদিরায় ডুবে লাজ-লজ্জা। যে স্রোতে ভেসে যায় ঘুম, পরম শয্যা। হে প্রতিবেশীরা
সে সবে আমার কোন বক্তব্য নাই। রা নাই।
আমি কেবল চেয়ে থাকি। দেখি পরাবাস্তব আবর্জনার মাখামাখি। ভুগি সহজিয়ার ক্ষয়।
যে মাটি আঁকড়ে থাকি অনন্ত কাল ধরে…। এখনো তো বাকি রক্তের ঋণ! উদয় অনলে
নির্বাণ ফুল। অজস্র চোখ… তুমুল উঁকিঝুঁকি। অস্তাচলে পড়ে থাকি…


দাউদুল ইসলাম
৪.১২.১৭