নিটোল দৃষ্টি-
মায়া
স্বপ্নমগ্ন আহ্লাদী মৃগয়া;
নীলাভ জ্যোৎস্না-বনে
মদিরা ঘ্রাণে স্পন্দিত কস্তুরীনাভ
শিশির চুম্বনে -সিঞ্চিত সুধা!...
জ্যোৎস্নার সিঁড়ি বেয়ে নামে রাধা নৃত্যের ছন্দ
তীর্থের চরণে... ধ্রুব সঙ্গীত
কৃষ্ণের মনে বাঁশরী সুর- বুনে সুখোষ্ণ আনন্দ,
উৎকর্ষ চিত্ত
অপেক্ষায় অধীর- পোড়ে নবীন প্রেমিকের মন
টলমলে জলে স্নান রত বুনোহাঁস-
প্রেমিকার আঁচলে হিমাদ্রির কম্পন, স্বর্ণমৃগ উদ্ভাস!


রাতের মর্মরিত শীৎকারে – শুনি মহাকর্ষের গান
শোনে হৃৎপদ্ম-
কুয়াশার আবরণে লালিত যৌথ যৌবন, আবেগের সাত কাহন ...