তিন স্তরের নিরাপত্তাবেষ্টিত সশস্ত্র প্রহরা ডিঙিয়ে হে মহামান্য রাষ্ট্রপতি, আজ আপনার সম্মুখে একটি বিশেষ দাবি নিয়ে এসেছি। দেশের একজন নাগরিক হিসেবে আপনি আমাকে দু’বেলা দু’মুঠো খাবারের নিশ্চয়তা প্রদান করুন। নতুবা আত্মহত্যার স্বাধীনতা দিন।


আমি আপনাকে উচ্চশিক্ষার সমস্ত সার্টিফিকেট প্রদান করছি। প্রযুক্তির সব কলাকৌশলের ক্যারিশমা দেখাচ্ছি। সদা সৎ থেকে কর্মক্ষেত্রে দিনরাত পরিশ্রমের প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু এর বিনিময়ে আমি আপনার কাছে দু’বেলার অন্ন দাবি করছি।


আমার বিশাল অট্টালিকা-বিলাস বহুল গাড়ির প্রয়োজন নেই। খাট-পালঙ্ক চাই না। এসি-ফ্রিজও নয়। টাকাকড়ি-স্বর্ণালঙ্কারের প্রতিও লালসা নেই। বেঁচে থাকার জন্য আমি শুধু দু’বেলা দু’মুঠো ভাত চাই।


হে মহামান্য রাষ্ট্রপতি, আপনি পারবেন কী আমার দু’বেলার খিদের জ্বালা মেটাতে? তা না হলে, আমাকে আত্মহত্যার স্বাধীনতা দিয়ে দিন। আমি আপনার সম্মুখে মৃত্যুর মহাপরীক্ষা দেয়ার প্রস্তুতি নিয়ে এসেছি।


০৩-১০-১৬/ ঢাকা