সাহসী সৈনিক আমি, দুরন্ত পথিক
আঁধার ঘুচিয়ে ছুটি, রুধিয়া অলীক।
কণ্টক পথ আমার, চলার শপথ
আপদ-বিপদ কেটে রচি ন্যায়পথ।
ভীষ্ম আমি, মহাবিশ্ব কাঁপে ধনুর্বাণে
শত্রু যত থাক তত, মম তীর হানে।
রক্তগঙ্গা বয়ে যাবে, ওরে দুরাচার
তবুও যে নত নহে, উচ্চ রবে শির।


তুই পাক, নব্য চর, তুই রাজাকার
মুজিবকণ্ঠে ‘জয় বাংলা’- দেব হুঙ্কার।
যতবার আসবি রে, ওহে রক্তনাশা
ততবার রুধিব তোরে, হয়ে দুর্বাসা।
সমরে-সঙ্কটে সদা রহিব অটুট
সঁপে দিব আত্মপ্রাণ, জয়িব মুকুট।


    চতুর্দশপদী কবিতা
    ২৭-০৮-১৫/ ঢাকা