নিতম্বিনী হেঁটে যায়         দুলিয়া নিতম্ব হায়
বাঁয়ে ঢোলে ডানে যায় ছন্দে ছন্দে পায়ে পায়
                   রুনু ঝুনু রুনু ঝুনু
                   বাজে বালা পদ মল
                   কেশনীর দিপ্তকেশে
                   মন কাড়ে ছলছল।
নিতম্বিনী হেঁটে যায় দুলিয়া নিতম্ব হায়
আগে যায় পিছু ধায় রামার নিতম্বটায়।
উড়ে উড়ে উড়ু উড়ু
শাটিনীর শাড়িপাশ
রত্নমাল্য গ্রীবাদেশে
ফেলেবারে দীর্ঘশ্বাস।
নিতম্বিনী হেঁটে যায় দুলিয়া নিতম্ব হায়
নিতম্বী দেখিয়া তায় আনন্দিত সতিশয়।
সুদর্শনা গ্রীবাপৃষ্ঠ
পশ্চাতের উরুদ্বয়
বহৎ নিতম্বটায়
নরমনে কামোদয়।


২৩-০৩-০৭, কোটালীপাড়া