আমাকে বিশ টাকার বিষ দাও না, পাপিয়া
আমি তোমাকে একটা মৃতদেহ উপহার দেব।
আর কত কষ্ট দেবে আমায়, অসহনীয় যন্ত্রণায়
হৃদয়টা আজ ভেঙেচুরে চুরমার হয়ে গেছে।


তোমার সুললিত মুখমণ্ডল এখনও আমার
চোখে ভাসে বারংবার
স্বপ্নের ঘোরে তুমি এখনও আমার মাথায় হাত রাখ
তোমার সুখকর চিৎকার ধ্বনী, সর্বদা কানে বাজে।


তোমার হাতে আমার হাত
ঠোঁটের ওপর আমার ঠোঁট
আর পায়ের ওপর পা
-হাজার স্মৃতি
আমার মনকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত।


বিরহের বেদনা তুমি কী আর বুঝবে?
তোমার হাতে আজ শত পুরুষ
ফেসবুকে হাজারো কমেন্টস
নেতাদের মুখেমুখে তব জয়ধ্বনি
আর কী চাই
এক জীবনে!


অতৃপ্ত বাসনা নিয়ে আমি আজ মৃতপ্রায়!


আমাকে বিশ টাকার বিষ দাও না, পাপিয়া
আমি তোমাকে একটা মৃতদেহ উপহার দেব।


             ২৬-০৯-১৫/ ঢাকা