ভূমিষ্ঠিল নব তনয়, মম কুটিরালয় অদ্য
নাহি অভ্যর্থনা, নাহি আলোকণা, নাহি গীত-বাদ্য।
খড়ে শুয়ে দিনু তারি নব তনু কাঁদিয়া বিভোর
নাহি বেড়া-দ্ধার পচা দুর্গন্ধের বিষাক্ত সমীর।
ছাই দিনু ঘিরে পিঁপড়ার ডরে ঐ আঁতুড় ঘরে
রহিছিনু পাশে খেদাইতে বসে শিয়াল-কাকেরে।
মাতৃ আঁচল দিয়া আচ্ছাদিলা কায়া, উত্তরায়ণে
ছিদ্র চালা দ্ধারা বর্ষাধারা আর গ্রীষ্মের দাহনে।
হইল ক্ষীণ, রোগ ব্যাধির অধীন- খাদ্য অভাবে
ধীরে ধীরে বাড়িলা কত অবহেলা সংগ্রামী ভবে।


তবুও কহিছে মন, মম সন্তান লাভিবে জয়
অনাদর উবে অমরাবতী গড়িবে ধরাময়।
তুলিবে কুসংস্কার যত, ধর্ম-জাত-ভেদ অন্যায়
মানব জয়গান লভিবে বাস্তব জ্ঞান বিদ্যায়।
অবহেলিত, মম সুত; কাটাইলা অবহেলায়
মম নন্দন, হল শ্লথ মন; জন্মিয়া অজন্মায়।
নাহি হল কাজ মোদের দিয়ে আজ, মুমূর্ষু-ভূর
হল বৃথা জনু, বাপ-পো মৃত মনু- চিরদিনের।


                              অষ্টাদশপদী কবিতা
                           ২০০৫/ কোটালীপাড়া