কবিতা লিখার সময় তখনই
দুঃখ যখন মনে,
কিংবা যখন হারায় হিয়া
একাকী ঘরের কোণে।


মনটা যখন হারায়ে গতি
আশ্রয় খুঁজে ফেরে,
ছন্দ তখন স্নান আগারে
হৃদয় সিক্ত করে।


প্রেমের স্বাদে জোয়ার ভাটায়
অশ্রু অম্ল জল,
কবিতা গাঁথে স্বর্গীয় দূত
রচে কাব্য ঢল।


আপনা থেকেই কবিতা আসে
সুপ্ত গভীর ছোঁয়া,
আধো ব্যাক্ত প্রাণ অনুভূতি
নিভ কয়লার ধোঁয়া।


কবিতা আসে সুখের ঘরে
প্রাণ চঞ্চল বেশে,
কবিতা তাতেই অনল ফুঁকে
জাগায় রাত্রি শেষে!


কবিতা লেখার সময় কখন
কবিও জানেনা তা
হঠাৎ ব্যাথার পরাত জুড়ায়ে
জন্মায় যে  কবিতা।