পড়ন্ত বিকেল


বসন্ত নেই, তবুও কোকিল গেঁয়ে জায় তরু পড়ে,
পড়ন্ত বিকেল, তবু তুমি কেন স্বপ্নিল সরবরে!


ঈশান কোনে পবনের শনে মিতালী মিশানো স্বপন
অজ্ঞাত সারে ফের বারে বারে নইরিখে রাত্রি যাপন l


পশ্চিমে উদয় পূবেতে অস্ত কষ্টি পাথর ব্রতী
শুরু নেই যার অজান্তে তারে টেনে দিয়ে গেলে ইতি।


মরা ণদের স্রোত ধারা ভারে ডুবায়ে যায় যে তরী
সমুদ্র সফেন কাফেলায় চেপে দিগন্তে বাঁধে পাড়ি ,


নড়বড়ে তরী আতঙ্কে ভাসে ফণা ধরা ঢেউ পড়ে
কেন বারে বারে তবুও তুমি স্বপ্নিল সরবরে !