দাফন



সদ্য দ্যাখা দাফন ,
মুড়ি, মুড়কি গয়না ছাড়া
তুচ্ছ খানিক কাফন।
যত্ন ভরা শয়ন সজ্জা আনুষ্ঠানিক দোয়া ,  
পরক্ষনেই সহজ জীবন, যায়নি কিছুই খোয়া ।
নকশী কাঁথার জীবন খানি কাঁচা রঙ্গে বিলিন,
হারায়ে ফেলা সৃতির ছায়া ডাকছে নতুন দিন।
সাজ সজ্জা ভালোবাসা অন্য কারো কোঠায় ,
অতীত যেন হারায়ে গেছে, নূতন ভালোবাসায় ।
ছোট্ট ছোট্ট ক্ষণ বুঝি আর দমকা হাওয়ার মত
বইবেনা আর আগেরমত দিবা নিশি অবিরত ।
সদ্য যাওয়া মধ্যমণি ইতিহাসের পাতায়,
বসত করে ধূলির কোলে জীর্ণ কোন খাতায় ।
পরিত্যক্ত স্বপন রাশি ফাঁসীর কাষ্ঠে হাঁসে
নব্য কোন সরল সুরে নব্য আদর পাশে ।
শূন্য স্থান পুরন হোল স্বার্থ মন্ত্র জুড়ে,
দাফন বুঝি দাফন হোল জন্ম সূত্র ধরে।