গোপন প্রেম


আনেক প্রেম তাঁহার জন্য ব্যাক্ত করিনি কভু,    
কতেক বুঝি আমি জানি, কতেক আমার প্রভু ।


রাগান্বিত আভিব্যাক্তি, পরখ করেছে বেশ,  
লোক দেখানো ভালোবাসায় সত্য নিরুদ্দেশ ।


কোথায় যেন সঙ্কোচ আর কোথাও আত্ম দ্বন্দ্ব  
আড়াল করে আপন সত্ত্ব, প্রকাশ বার্তা বন্ধ ।  


সত্য পাছে ছোট করে , হাস্য রসের ভ্যালায়
কোন পীড়িতে রইবো তখন এমন সাঁজের বেলায় ?


ভালোবাসার কঠিন ভাষা, কঠিন কারুকাজ  
ভ্রান্ত অর্থে হৃদয় নাশে, সত্যে শিরো তাজ ।  


ভালোবাসা ভোগ্য পণ্য নিরর্থকের মাঝে
আসল কেবল লুকায় তাঁরে লোক চক্ষুর লাজে ।


শব্দ বিহিন ছন্দ হারা ভালোবাসার রূপ
মৃত্যু মাঝেই দৃশ্যমান  ছড়ায় দগ্ধ ধূপ ।