সংসার  


বিবেকের সাথে বিচ্ছেদ করে
সংসার করে যাই,
সুখ আছে তাঁর নিজ খেয়ালে
শান্তির ফোঁটা নাই !  


বিচ্ছেদ আর বিবেক যেন
চুক্তি করেছে আজ,  
দুই মেরুতে সহবাস করে
দুই মেরুতেই সাজ ।


দুয়ের মাঝে ব্যাবধান যেন
আলোক আলোক পথ,
দুয়েতে রয়েছে যাত্রা বিরতি
বন্ধ বাহক রথ।


জীবন ধারায় কাঁটার বেড়া    
পাপড়ি ছড়ানো ফুলের,
সুখ শান্তির কষ্টি পাতায়  
মিছিল জমেছে ভুলের।


সারহীন যতো কল্প কাহিনী
বিস্তৃত সমঝতা সম্ভভার,  
এই দুয়ে মিলে পসরা সাজানো
প্রার্থিত! স্বপ্নিল সংসার !