লোভ  


গুপ্ত ধনের খোঁজে খোঁজে মাটির সাথে প্রেম
বংশ থেকে গায়ের রঙ, দেহ চুলের কোষ,  
রক্ত শিরার দেয়াল ঘেঁষে আঁচর কাটা ক্ষত
ব্যাভিচারের নগ্ন খেলায় পাষণ্ড আক্রোশ ।  


শিলা কণা ফসিল ফ্যানা জীবন রসের আধার
শেকড় জালে জড়িয়ে থাকা সূর্যালোকের বাসায়,  
ঘৃণ্য জীবের কাম বাসনায় কুঠার ছেদি আঘাত
গভীর কূপের প্রবাল গৃহে নিদ্রা সুখের আশায় !


যাত্রা পথে খড়গ রথে প্রমোদ বীণা তানে
কালের কণ্ঠ কাল পেড়িয়ে ধর্ষণে বলীয়ান,  
পাথর কাঁদা জল গড়ায়ে প্রতিবাদ মুচলেকা
নিদ্রা ত্যাগী ভোগ বিরাগী স্বার্থের প্রতিদান ।  


ধনের খোঁজে ধন হারায়ে নিত্য আহাজারি
প্রেম পালঙ্ক লণ্ডভণ্ড, কাঁদে অস্থির শিরদাঁড়া,    
গুপ্ত মনের সুপ্ত ধনে পচন কীটের নৃত্য
হঠাৎ স্বপ্নে তড়িৎ ব্যাপ্তি, বইছে জীবন ধারা !