মোড়ক


আচ্ছাদিত আকাঙ্ক্ষায় পরিত্যাক্ত বেওয়ারিশ সমাপ্তি  
পতিত পল্লবে ভালোবাসার ছোঁয়া মধ্যেই আত্মপ্রকাশ,
হরেক রঙের প্রলোভনে মণ্ডিত আবেশিও লেবাজ দুরস্থ
তথাপি, আজো আখ্যাত অবকাশে উপেক্ষার মন্ত্র বিকাশ।  


সঙ্গ ভঙ্গ যেন কঠিন তপস্যার ধ্যান ত্যাগী অপরাধ
সহবাস যেন পর্বত আরোহীর সাবধানী পদজোড়া,  
আপন ইস্ফিত বক্ষে গচ্ছিত রাজকীও বিক্ষিপ্ত ধনরাশি  
যৌবন সজ্জা পালঙ্ক, বিচিত্র অন্তর্বাস মোহরে মনগড়া ।      


রঙ্গিন স্বপ্নের ছায়া তলে, বট বৃক্ষ দেহধারী মহাজন
সর্বস্ব বাজি রেখে ভবিষ্যতে ডানা মেলে ভাসমান,  
সমতায় বয়ে চলা আজীবন প্রেমকামী পরম বন্ধু
আদরের পরশ চেখে, রাত্রিতে নিদ্রা মৈথুনে ধাবমান।  


পড়শির হাত ধরে বেয়ে চলা দিগন্ত বিস্তৃত মেঠো পথ  
মৌচাকে খুঁজে ফেরা কাঙ্ক্ষিত ঠিকানার অজ্ঞাত মহাসড়ক,    
পরখের ধাপে ধাপে পরিচিতি চিরকুট ছুড়ে দেয়া শেষে
বাহির ফটকে তবু প্রবেশ পত্র খোঁজে বিতারিত মোড়ক।