বস্তা


মূল্য গনিতে আমার চিহ্ন নেই  
সহজ লোভ্য সস্তা ,
তাই বুঝি আজ তোমরা বাঙালি জাতি    
আমায় করেছো বস্তা !

এইতো সেদিন আমায় করেছো জিম্মি  
প্রকাশ করেছ বন্ধ ,
আড়াল করেছো তোমার লালসা কিট
গলিত লাসের গন্ধ ।


তোমার পাপের মহাকাব্যে রচিত গ্রন্থমালা  
আমার বক্ষে পুরে,  
ছফেদ জামায় সুগন্ধি ঢেলে সেদিন  
নিজেকে রেখেছো দূরে।


তোমার সম্পদ আগলে রেখেছি আমি
জীবন তুচ্ছ করে ,
ধনীর দাবীতে স্বপ্ন দেখেছো তুমি
আমার সুত্র ধরে ।  


হেঁচড়ে টেনে আমায় ক্ষত করে
সুখ চেখেছ তুমি,  
হাজার ক্ষতের ব্যাথা ছাপায়ে বুকে  
লুকায়ে কেঁদেছি আমি।


পচনের ঘা বসত বাড়িতে আমার
আকুতি গন্ধ ছাড়ায় ,  
শেষ রস চুষে আমার নিলাম খেলা  
নগ্ন ভাঙ্গারি পাড়ায় ।


আমার সাথে আবার হবেতো দ্যাখা
সাজাবো সংসার পরিপাটি ,      
তুমি আর আমি চূড়ান্ত সহবাসে
অবিনশ্বর, রূপান্তরিত মাটি !