পুতুল খেলা  


ছোট্ট মনির মুখ খানি আজ ভাবায় ক্ষণে ক্ষণে,
রইবে কি আর সেই ভালোবাসা একান্ত নীরজনে ?  


আবুঝ হাসি, আবুঝ খুশী, আবুঝ খেলার স্বাদ,
বয়স যে তার হঠাৎ করেই সাধবে মাঝে বাধ !


কোমল মুখটি নূতন সাজে অভিজ্ঞতার ভাঁজে,
পথ হারাবে ছোট্ট বেলা, জীবন ভারের তাজে।


মলিন হবে অট্ট হাসি, বিজ্ঞ মিদুর ছলে,  
বায়না রবে নিখোঁজ পাতায়, বাস্ত কর্ম জালে।  


কাঠের পুতুল ছুঁড়ে যখন কোলের পুতুল লবে,    
ছোট্ট মনির চাওনি গুলো তখন কেমন হবে!?


বাবার বুকে ছুটে আশা অনেক মধুর শাসন,
সেইতো হবে গৃহকর্তি, ঘর জুড়ে তার আসন !


ছোট্ট ছোট্ট খুনসুটি আর ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া,
এমনি অনেক তুচ্ছ কারন, বন্ধ নাওয়া খাওয়া।


মিষ্টি মিষ্টি ছল চাতুরী, মিষ্টি মিষ্টি ক্রোধ
গায়ের জোরে অধিকার,  ইচ্ছা মত শোধ।  


তখন বুঝি নিজের ভাগেই শূন্য বাটি রবে ,
এক্টু খানি নিজের তরে, সাধবে বুঝি সবে।  


বেখেয়ালি ছোট্ট মনি রাখবে কি খেয়াল সবই ?
আজ যে পুতুল, কাল কেমনে রাখবে ঘরের চাবি!?