মধুর মিলন


পরখ করে দেখেছিলাম গোপন মিলন শাঁখায়  
আলতো ছুঁয়ে একটু নুয়ে প্রজাপতির পাখায়।
রুঢ় পবন আপন মনে দুশে মিলন পথ,
ভ্রমর পুরুষ মধুর আশে যাচে বজ্র শপথ।
ডানার তানে প্রেমের সুরা পবন মেখে ফাঁকে,
দুরের কোঠায় চুল নামিয়ে ফুল্কুমারি ডাকে!  
শিহরনে যুগল প্রেমি মত্ত গভীর ধ্যানে,  
আচমকা দুষ্ট পাখী আঘাত হানে প্রানে!
মধুর মিলন তেজস্ক্রিয়ায় আড়াল করে আলো
পরলোকে পূর্ণ মিলন! সেইতো বুঝি ভালো !